সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

পুলিশ সংস্কার প্রস্তাবনা প্রস্তুত করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক / ৪২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬:১৪ অপরাহ্ন

পুলিশ বাহিনীর সংস্কারের প্রস্তাবনা প্রস্তুতের পর দলের চেয়ারপারসনের কার্যালয়ে জমা দিয়েছে এ বিষয়ে গঠিত বিএনপির কমিটি। নির্ধারিত সময়ের দুই দিন আগেই অর্থাৎ ১৪ নভেম্বর সন্ধ্যায় কমিটির সদস্যরা ‘পুলিশ সংস্কার’ প্রস্তাবনা জমা দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ শনিবার প্রস্তাবনাটি জমা দেওয়ার কথা ছিল। কিন্তু কমিটি ১৪ নভেম্বর প্রস্তাবনা জমা দিয়েছে।
এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের এই কমিটি গঠন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কমিটিতে সদস্য সচিব করা হয় সাবেক ডিআইজি খান সাঈদ হাসানকে। অন্য সদস্যরা হলেন সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম, সাবেক এসপি আনসার উদ্দিন খান পাঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir