দ্বিতীয় বার বাবা হয়েছেন ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। শুক্রবার রাতে তার স্ত্রী রীতিকা সাজদে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত রোহিত বা তার পরিবারের কেউ আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানাননি। স্ত্রীর পাশে থাকার জন্য দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি রোহিত।
২০১৫ সালে প্রথম বার বাবা হয়েছিলেন রোহিত। সামাইরার জন্ম দিয়েছিলেন স্ত্রী রীতিকা। ৯ বছর পর দ্বিতীয় বার বাবা হলেন রোহিত। দ্বিতীয় বার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে শুরু থেকে থাকবেন না বলে জানিয়েছিলেন। তার পরেই জানা যায়, রোহিত দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর যেমন জানাননি রোহিত, তেমনই এখনও প্রকাশ্যে আনেননি দ্বিতীয় বার বাবা হওয়ার খবরও। সরকারি ভাবে রোহিতরা কিছু না জানালেও বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, শুক্রবার রাতে রীতিকা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। ১০ নভেম্বর ভারতীয় দল অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে। সেখানে কিছু দিন অনুশীলন করার পর নিজেদের মধ্যে একটি তিন দিনের ম্যাচ খেলছে তারা। রোহিত দলের সঙ্গে যাননি। তবে প্রথম টেস্টের আগে তিনি দলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও প্রথমে বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছিলেন রোহিত। পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ০-৩ হারার পর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেন বলে শোনা গিয়েছে।