
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজার দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘ক্রীড়াই শক্তি, নেশা থেকে মুক্তি' এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। সোমবার বিকেলে রাজার দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চূড়ান্ত লড়াই করে দুই দলই গোল শূন্যে মাঠ ছাড়ে। পরে ট্রাইবেকারের মাধ্যমে আড়ং শাইল পশ্চিমপাড়া ধানসিঁড়ি ক্লাব ৪-৩ গোলে বিজয় লাভ করে।
ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক রাজার দিঘী টাইগার ক্লাব বনাম আড়ং শাইল পশ্চিমপাড়া ধানসিঁড়ি ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় উভয় দলের খেলোয়াড়রা নৈপুণ্য প্রদর্শন করেন। হাজারো দর্শক মাঠের চারপাশ থেকে হাততালি ও উল্লাসের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মির্জাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মহসিন আলি, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসরাম, বিএনপি নেতা
বদিউজ্জামান বাদশা, শরিফুল ইসলাম শরীফ, হাফিজুর রহমান হাফিজ, মাসুদ রানা, আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন। আয়োজক কমিটি জানায়, তরুণ প্রজন্মকে স্মার্টফোন ও মাদকের আসক্তি থেকে দূরে সরিয়ে মাঠমুখী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি দেন তারা।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)