ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের মাকারিভকা এবং রাইহোরিভকা গ্রাম দখল করেছে রুশ সেনাবাহিনী বলে দাবি করা হয়েছে। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে ইউক্রেন থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
বলা হয়েছে, মাকারিভকা ভেলিকা নোভোসিল্কার দক্ষিণে অবস্থিত। আর রাইহোরিভকা সেলিডোভ শহরের পশ্চিমে অবস্থিত, যা গত মাসে রাশিয়া দখল করেছে। মস্কো রাইহোরিভকা অঞ্চলকে তার আগের নাম লেনিনস্কয় বলে ডাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের ডাচনে ভিলায় গোলাবর্ষণে ধ্বংসপ্রাপ্ত একটি স্কুলের ক্লাসরুমের একটি ভাঙা জানালা দেখা যাচ্ছে। যেটি রুশ সেনাদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্স স্বাধীনভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যাচাই করতে পারেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ সেনা অভিযান শুরু করেন।