সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন

যৌথ বাহিনীর অভিযানে কাজিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৭১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৫:২২ অপরাহ্ন

 সিরাজগঞ্জের কাজিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই ইয়াবা কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী ও পুলিশ টিম । রোববার দুপুরে উপজেলার সোনামুখী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার গাঁছাবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছা গ্রামের নজরুল ইসলাম (৬০)।
বিষয়টি নিশ্চিত করেছেন, কাজিপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম।
ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোনামুখী বাজার এলাকার গাঁছাবাড়িতে সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এ সময় তাদের নিকট থেকে একশ শত( ১০৫) পিস ইয়াবা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি ১২৫ সিসি ডিসকোভার মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটকদের কাজিপুর থানায় সোপর্দ করা হয়েছে। ‘
কাজিপুর থানা অফিসার ইনচার্জ  (ওসি) নূরে আলম জানান, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দিয়ে জেলে পাঠানো প্রক্রিয়া চলছে।( রিপোর্ট লেখা পর্যন্ত)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir