সিরাজগঞ্জের আলোচিত আশফাকুল আউয়াল হত্যা মামলার পলাতক আসামি লিটন শেখকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত সোয়া ১১ টার দিকে র্যাব-১২ ও ১ ঢাকার খিলক্ষেত খা-পাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লিটন শেখ সিরাজগঞ্জ সদর থানার নলিছা পাড়া মহল্লার ইসমাইল শেখের ছেলে।
র্যাব-১২ সহকারী পুলিশ সুপার (অপস) অফিসার মোঃ উসমান গনি জানান, ২০ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানার নলিছাপাড়া উত্তরন মহিলার কাছে এ্যানজেল ফুড এন্ড বেকারী কারখানায় গিয়ে গ্রেফতারকৃত লিটন সেখের সাথে পাওনা টাকা নিয়ে হত্যাকান্ডের শিকার আশফাকের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে গ্রেফতারকৃত লিটনসহ অন্যান্য আসামীরা তাকে গলাচেপে হত্যা করে। পরবর্তীতে ঘটনাটি ভিন্নখাতে নেয়ার জন্য হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হলে আসামি লিটন শেখ আত্মগোপনে চলে যায়। পরে এলাকাবাসী হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও লিফলেট বিতরনও করে। র্যাব তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যে ভিত্তিতে সোমবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লিটনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।