সিরাজগঞ্জের তাড়াশে মিথ্যা মানববন্ধন ও জোড়পূর্বক মসজিদের পুকুরের মাছ ধরে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সংবাদ সম্মেলন করেন উপজেলা দেশীগ্রাম ইউনিয়নের জন্তিহার দক্ষিণ পাড়ার জন সাধারণের পক্ষে জহুরুল ইসলাম মাষ্টার।
বৃহস্পতিবার তাড়াশ প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জহুরুল ইসলাম মাষ্টার বলেন, গত মঙ্গলবার দুপুরে ওই গ্রামে মসজিদ সংলগ্ন আগপুকুর এলাকায় আমাদের জড়িয়ে এক মিথ্যা মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। আগপুকুরটি উপজেলা মৎস্য অফিস থেকে সুফল ভোগীদের নামে লীজ নিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা হয়।কিন্তু ওই গ্রামের ওলামালীগের সদস্য আব্দুর রাজ্জাক ও আ’লীগ সমর্থিত আব্দুল আজিজ গংয়ের লোকজন সুফল ভোগীদের মাছ চাষ করতে না দিয়ে জোড় পূর্বক ওই পুকুর থেকে মাছ ধরে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। ওই মসজিদের মোয়াজ্জিন নূরুল ইসলামকে মসজিদ থেকে বের করে দেয়া হয়। মসজিদের বৈধ কমিটি থাকা সত্বেও তারা অমান্য করে মসজিদের সম্পদ ক্ষতি করছেন।
উক্ত মসজিদে আমাদের নামাজ পড়তে যেতে বাঁধা দেয়া হচ্ছে। এরই জের ধরে কয়েক দিন আগে রাজ্জাক ও আজিজ গং আমাদের পরিবারের উপর হামলা করে আমার বৃদ্ধ বাবা ফজলার রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের মারপিট করে। প্রভাবশালী হওয়ায় আজিজ ও রাজ্জাক গংয়ের লোকজন অবৈধ ভাবে আমাদের সমাজচ্যুত করে রেখেছেন। পাশাপাশি আমাদের ব্যাক্তি মালিকানাধিন পুকুরও বেদখল দিয়ে রেখেছেন। আমরা অন্যায়ের প্রতিকারের জন্য আইনের আশ্রয় নিলেও তার নানা ভাবে হুমকী-ধামকী দিচ্ছেন।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোয়াজিন নূরুল ইসলাম, ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাবেক সভাপতি আরিফুল ইসলাম, মসজিদের প্রতিষ্ঠাতা সাবান আলী, জুয়েল রানা প্রমূখ। সংবাদ সম্মেলনে মসজিদের উন্নয়নে আগপুকুরটি অবৈধ দখল মুক্ত, মসজিদের বৈধ কমিটি পুনঃবহাল এবং সমাজচ্যুত সমস্যার সমাধানে প্রশাসনের জোড় হস্তক্ষেপ দাবী করা হয়।