
প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদের মাতৃভাষা চর্চা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান ইলিবেক (E-Learning Initiative for Bangladeshi Expats' Children)। বিশ্বের ১৬টি দেশে অবস্থানরত প্রায় ৫১ জন শিক্ষার্থীকে নিয়ে প্রতিষ্ঠানটির ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা ৬টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত এ অনুষ্ঠানে ইলিবেকের ভিশন, কার্যক্রম ও একাডেমিক পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি নতুন সমন্বয়ক হিসেবে নুসরত জাহান চৌধুরীর পরিচয় করিয়ে দেওয়া হয়। পাঠদানের পদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থা এবং শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শিক্ষক প্রতিনিধি হাসিনা মমতাজ হ্যাপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. সানোয়ার হোসেন ও মো. ছাবির হোসাইন। তারা তাদের বক্তব্যে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের আত্মপরিচয়, ভাষা ও শিক্ষাগত ধারাবাহিকতা রক্ষায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
ইলিবেকের পরিচালক মো. নজরুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশুদের জন্য মানসম্মত, সাশ্রয়ী ও মাতৃভাষাভিত্তিক শিক্ষা নিশ্চিত করাই ইলিবেকের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ক্লাসভিত্তিক শিক্ষার্থীদের পরিচিতি পর্ব এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় অভিভাবকরা প্রবাসে বসবাসরত শিশুদের জন্য মাতৃভাষাভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ইলিবেকের উদ্যোগের প্রশংসা করেন।
সভায় ইলিবেকের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, মেন্টর ও অ্যাডভাইজাররা অংশ নেন। প্রতিষ্ঠানটি জানায়, গত ১১ জানুয়ারি থেকে ইলিবেকের ২০২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে। বর্তমানে ১৬টি দেশ থেকে প্রায় ৫১ জন শিক্ষার্থী অনলাইন ক্লাসে যুক্ত রয়েছে। বছরজুড়ে ভর্তি কার্যক্রম চালু থাকে এবং আগ্রহী অভিভাবকরা ভর্তির আগে এক সপ্তাহের ফ্রি ট্রায়াল ক্লাসে অংশ নেওয়ার সুযোগ পান।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)