ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল শ্লোগানে সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি বাইক কাপ ক্রিকেট-২০২৪ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে তালুকদার ডেইরী ফার্মের পৃষ্ঠপোষকতায় শহরে মাহমুদপুর যুগান্তর সংসদের উদ্যোগে আয়োজিত মাহমুদপুর মাঠে খেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রোমানা মাহমুদ ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
মাসব্যাপী খেলায় ১৫টি দল অংশগ্রহন করেছেন। খেলা উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা বিএনপির উপদেষ্টা ওমর আলী, শহর বিএনপির সভাপতি সেলিম ভুইয়া, সাধারন সম্পাদক মুন্সী জাহিদ আলম, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক হেদায়েতুর ইসলাম ফ্রুট, মহিলাদলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি কোকো স্মৃতি পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সিরাজগঞ্জ ট্রাক মালিক গ্রুপের সাধারন সম্পাদক হাসিনুর রহমান হাসি, মাহমুদ ওয়ার্ড বিএনপির ইবনে জায়েদ হাসু, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ রানা, রিয়াল মাহমুদ , বিএনপি নেতা আব্দুল কাদের খান ও বিশিষ্ট ব্যবসায়ী কায়েস আহমেদ বুলু প্রমুখ।
উদ্বোধন কালে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে যুব ও ছাত্র সমাজকে মাদক সন্ত্রাসী কার্যক্রমসহ সকল অপকর্ম থেকে বিরত রাখতে হবে।