প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সিরাজগঞ্জের এনায়েতপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের (বিকেএ) আয়োজনে এলাকার ৮টি শিশুতোষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেনীর অর্ধ সহ¯্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন। তিনঘন্ট্যা ব্যাপী এ পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন। এসময় সংগঠনের এনায়েতপুর থানা সভাপতি এম. ওয়াহিদুজ্জামান, সাধারন সম্পাদক, লুকমিহান সরকার, কেন্দ্র সচিব আবু তালহা, সহকারী অধ্যাপক বাবু নীলমনি পাল, শিক্ষক আয়নুল হক, সমাজকর্মী মামুন বিশ্বাস, অভিভাবক সাইদুল ইসলাম রাজ, এনায়েপতপুর প্রেসক্লাবের সহসভাপতি মুক্তার হাসান ও সাধারন সম্পাদক রফিক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিষয়ে বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের (বিকেএ) সিরাজগঞ্জ জেলার যুগ্মআহŸায়ক ও এনায়েতপুর থানা শাখার সভাপতি এম. ওয়াহিদুজ্জামান বলেন, সরকারী পর্যায়ে প্রাথমিক বৃত্তি বন্ধ হওয়ায় শিশু শিক্ষার্থীদের মেধা মুল্যায়ন প্রায় হারিয়ে যেতে বসেছে। মুলত মেধার চর্চা অব্যাহত রাখার লক্ষ্যেই এই আয়োজন। মেধা বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ গ্রহন করতে পারায় তারা উচ্ছাসিত। অভিভাবকরাও এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।