সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে রাসুল (স:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও মিছিল

মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ / ২৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১:৪৯ অপরাহ্ন

রাজশাহীর বাগমারা ও তাহেরপুরে মহানবী হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে কটুক্তি ও ইসকনের দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুরে গত শনিবার (৩০ নভেম্বর) দুর্গাপুর জামিউল উলুম-কওমী মাদ্রাসার আয়োজনে বাজারে ব্রীজের সামনে মানববন্ধন শেষ করে একটি মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন- রাজশাহীর বাগমারা, তাহেরপুরে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একজন হিন্দু কটূক্তি করেছেন। এই ধরনের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যান্ত স্পর্শকাতর এবং আপত্তিকর। ওই ব্যক্তি এই ধরনের কটুক্তি করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভ ও ক্ষতের সৃষ্টি করেছে যা কোনোভাবে মেনে নেওয়া যায় না।


বক্তারা  আরো বলেন- মুসলমানরা তাদের ধর্মীয় নেতাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এ ধরনের আপত্তিকর মন্তব্য কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়। তাই আমরা সরকারের কাছে ওই কটুক্তিকারী ব্যক্তির ফাঁসির দাবি জানাচ্ছি। যেনো পরবর্তীতে কেউ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করার সাহোস না পায়। অন্যথায় যে কেউ আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ (স:) নিয়ে কটুক্তি করবে। আমরা আর আমাদের নবীকে নিয়ে কোন কটুক্তি শুনতে চাই না। 


মানববন্ধন ও মিছিলে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, মুফতি জহুরুল ইসলাম, মাওলানা জুবায়ের আহম্মেদ, মাওলানা আব্দুল ওয়াহেদ, কারি হাসানুজ্জামান, মুফতি আব্বাস ও উক্ত মাদ্রাসার ছাত্র। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মানববন্ধন ও মিছিলে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir