বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, ‘রাউজান আসনে নির্বাচন সামনে রেখে মাঠ গোছানোর কাজ শুরু করেছি। দল মনোনয়ন দিলে যাতে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচনি কাজ শুরু করতে পারি।’ একই কথা জানিয়েছেন দলটির সহসাংগঠনিক সম্পাদক এবং হাটহাজারী আসনের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মীর হেলালও।
জানা যায়, নির্বাচন কমিশ্বন গঠন হওয়ার পর চট্টগ্রামের ১৫টি সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের শুরু হয়েছে নির্বাচনকেন্দ্রিক তোড়জোড়। মনোনয়নপ্রত্যাশীরা শুরু করেন এলাকাভিত্তিক গণসংযোগ। করছেন উঠান বৈঠক। সপ্তাহে দুই থেকে তিন দিন এলাকায় অবস্থান করে অংশ্ব নিচ্ছেন সামাজিক অনুষ্ঠানে। এমনকি শ্বক্তিশালী প্রার্থীদের কেউ কেউ আবার ভোট কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের কাজও শুরু করেছেন। চট্টগ্রামের ১৫ সংসদীয় আসনে নির্বাচন সামনে রেখে গণসংযোগ এবং নির্বাচনি তৎপরতা করছেন শতাধিক নেতা।
নির্বাচন নিয়ে এলাকায় তৎপরতা শুরু করা নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি চট্টগ্রাম বন্দর এবং ডবলমুরিং আসনে নির্বাচনি তৎপরতা শুরু করেছেন। বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও হাটহাজারী আসনের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল হাটহাজারী আসনে করছেন নির্বাচনি প্রচারণা।
এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক এবং সাবেক হুইপ কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা।
রাউজান আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার এবং ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী।
ফটিকছড়ি আসনে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, পেশাজীবী নেতা ডা. খুরশিদ জামিল এবং কর্নেল আজিম উল্লাহ বাহার।
মিরসরাই আসনে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। সন্দ্বীপ আসনে সাবেক এমপি মোস্তাফা কামাল পাশা, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং ‘ইউএসএ’ প্রবাসী মোস্তাফা কামাল পাশা বাবুল।
সীতাকুন্ড আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। রাঙ্গুনিয়া আসনে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, বোয়ালখালী আসনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, কোতোয়ালি আসনে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ও বিএনপি নেতা শামসুল আলম, পাহাড়তলী আসনে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, আমীর খসরুর ছেলে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী এবং নোমানপুত্র সাঈদ আল নোমান।
পটিয়া আসনে কেন্দ্রীয় বিএনপির শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক, সাবেক পৌর মেয়র ইদ্রিস মিয়া, সাইফুদ্দীন সালাম মিঠু অন্যতম।