বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে তিন শহীদ ও ৪০ জন আহতের পরিবারকে বিএনপি আর্থিক সহায়তা প্রদান করেছে।
শুক্রবার সন্ধ্যার দিকে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মুক্ত মঞ্চে আর্থিক সহায়তা বিতরন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থাান বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন আলী মন্টু সরকার।
প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এম এ মুহিতের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন মামুন, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস ছালাম, এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মুনজুর রহমান মঞ্জু সিকদার, যুগ্মআহ্বায়ক জহুরুল ইসলাম জুয়েল, থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল, সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমদ ইমতিয়াজ ও ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।