প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৬:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৭:১৯ পি.এম
চারঘাটে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অপরাধে জরিমানা

রাজশাহীর চারঘাটে নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের অপরাধে ইছাহাক আলী নামের একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বড়বড়িয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদন্ড জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার রাহাতুল করীম মিজান।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার রাহাতুল করীম মিজান বলেন, আগামী ২২ জানুয়ারীর আগে কোন রাজনৈতিক দল প্রচার-প্রচারনা করতে পারবেন না। করলে নির্বাচনী আচারন ভঙ্গের মধ্যে পড়বে। কিন্তু খবর আসে মঙ্গলবার বিকেলে প্রকাশ্যে নির্বাচন আচারন বিধি ভেঙ্গে বড়বড়িয়া বাজারে ফেস্টুন টানানো হচ্ছে। যেটি “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫” এর বিধি ৭ লঙ্ঘন। উক্ত বিধিমালার বিধি ২৭ অনুসারে ফেস্টুন টানানোর সঙ্গে জড়িত ইছাহাক আলী নামের একজন ব্যাক্তিকে ঘটনাস্থলে পেলে তার কাছ থেকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও সকলকে নির্বাচনী আচারন বিধি মেনে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ ও সহযোগীতা কামনা করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)