ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপি
ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার বিকেলে কেজি মোড়স্থ দলীয় কার্যালয় থেকে থেকে মিছিল বের করা হয়ে থানা সদরের হাট চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস ছালামের সঞ্চালনায় এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন আলী মন্টু সরকার ও সদস্য সচিব মুনজুর রহমান মঞ্জু সিকদার বক্তব্য রাখেন। এসময় এনায়েতপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশ থেকে পালিয়ে গিয়ে হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। হাসিনার ইন্ধনে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে উগ্রবাদীরা। দ্রুত অপরাধীদের আটক করতে হবে।