গসাইকোপ্যাথস ব্যান্ড এর 'একা' শিরোনামের একটি গানে মডেল হয়েছেন রওনক ফাতেমা রিম । এই ডিসেম্বর এ ব্যান্ড এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে গানটি।
অনিক হালদার সৌরভ এর সঙ্গীত আয়োজনে নির্মিত এই মিউজিক ভিডিওতে আর্টিস্ট হিসেবে দেখা যাবে মডেল রওনক ফাতেমা রিম কে । সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ করা হয়েছে।
গান এর ভিডিও ডিরেক্টর ছিলেন আশিকুর রহমান অনিক। সিনেমাটগ্রাফি করেছেন কৃষ্ণ গোপাল বসাক।
ক্যামেরার পিছনে কাজ করেছেন রিফাহ ইসলাম মৌনতা।
রিম বলেন, তাদের গান ও ভিডিও দুটোই আমার পছন্দের। তাদের সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি। গানটি প্রকাশ হলে দর্শকরাও অনেক উপভোগ করবেন এতটুকু বলতে পারি। আর প্রথমবার কোন গানের মডেল হিসেবে এতো সুন্দর একটা কাজ করা আমার কাছে অনেক ভালো লাগার বিষয়।’
রওনক ফাতেমা রিম বলেন, ‘আমার কাজ করা প্রথম গান এটি। তাই নিজেকে আরও বেশি প্রমাণ করার প্রয়াস আছে এই কাজটিতে। চেষ্টা করেছি, বাকিটা শ্রোতা-দর্শকরা বিবেচনা
এদিকে, ইউনিভার্সিটি অফ লিবারেল আরটস বাংলাদেশ এ পড়াশোনা করছেন রিম । এই প্রথম মিউজিক ভিডিও তে কাজ করলেও ভবিষ্যতে র্শর্ট ফিল্ম ও নাটকে কাজ করার ইচ্ছে আছে তার।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)