বিয়ে করেছেন অভিনেত্রী শারমিন জোহা শশী। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন তিনি। সামাজিক মাধ্যমে খবরটি তিনি নিজেই জানিয়েছেন।
সোমবার রাতে নিজের ফেসবুকে বরের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি দিয়ে শশী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত! ‘রিপ্লাই ১৯৯৮’ সিরিজের মাধ্যমে আমাদের বন্ধুত্ব শুরু। বর্তমানে তা আজীবনের বন্ধনে রূপ নিলো। ছোট পরিসরে একটি অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের আশীর্বাদ নিয়ে, আমরা একসাথে জীবনের নতুন অধ্যায় প্রবেশ করেছি। আপনাদের ভালোবাসা ও প্রার্থনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে আমাদের আপনার দোয়ায় রাখবেন’।
বিয়ে প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে শশী বলেন, ‘প্রায় দেড় বছর আগে আমাদের পরিচয়। এর মধ্যে দীর্ঘদিন ধরেই আমাদের কথা হতো। চার-পাঁচ মাস আগে আমরা সিদ্ধান্ত নিই বিয়ে করার। আজ বিয়ে করলাম।’
জানা গেছে, শশীর স্বামীর নাম খালিদ হোসেন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত আছেন। তিনি পেশায় একজন ডাবিং ডিরেক্টর।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)