শীতে ত্বকের নিতে হয় বাড়তি যত্ন। ত্বকের বাড়তি যত্ন নিলেও অনেক সময় আমরা পায়ে যত্ন নিতে অনিহা প্রকাশ করি। যার ফলাফল পা ফাটা। পা ফাটার পাশাপাশি আবার পা থেকে রক্তও বের হয়। যা একই সঙ্গে কষ্টকর ও বিরক্তিকর।
তবে, আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা পা বা গোড়ালি কেন ফাটে? শীতের সময় বাতাস অনেক শুষ্ক থাকে। যার ফলে আমাদের ত্বকও খুব দ্রুত শুষ্ক হয়ে যায়। বাতাসে আর্দ্রতার অভাবে পা ও গোড়ালি ফাটতে শুরু করে। এ ছাড়া ভিটামিনের অভাবেও গোড়ালি ফাটতে পারে।
পা ফাটা বা গোড়ালি ফাটার রোধের উপায় কী?রোধের উপায়-
১. কুসুম গরম পানিতে লেবুর রস ও শ্যাম্পু সে পানিতে পা ডুবিয়ে রাখুন। ১০ মিনিটের মত পা রেখে গোড়ালি ভালো মতো স্ক্রাব করুন। এত কিছুটা উপকার হবে।
২. ঝামা, পাথর বা পিউমিস পাথর দিয়ে পা ঘষে মরা চামড়া তুলে নিন। এরপর নারিকেল তেল মালিশ করতে পারেন।
৩. সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপজলের মিশ্রণ পায়ের ফাটা স্থানে সারা রাত লাগিয়ে রেখে দিন। গ্লিসারিন ত্বক নরম রাখে।
৪. দেহের চাহিদা অনুযায়ী প্রচুর পানি পান করতে হবে।
এ ছাড়াও কিছু বিষয় মাথায় রাখতে হবে। এ সময় খালি পায়ে হাঁটা যাবে না। পায়ে মোজা ও জুতা পরতে হবে। সে সঙ্গে তিদিন ঘুমাতে যাওয়ার আগে গরম পানি দিয়ে পা পরিষ্কার করে তাতে ময়েশ্চারাইজার এবং বডি লোশন ব্যবহার করে ঘুমাতে যেতে হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)