
না ভোট চাওয়ায় লাঞ্চিত হয়েছেন সিরাজগঞ্জ-৪, (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিল্টন প্রামানিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও সহকারী রির্টানিং অফিসার আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার পাঠ ও আচারণবিধি ঘোষণা অনুষ্ঠানে।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উল্লাপাড়ার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচারণবিধি প্রতিপালনের ঘোষনা প্রদান অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রার্থী ইশতেহার পাঠকালে না ভোট চাইলে উপস্থিত কিছু সংখ্যক উৎশৃঙ্খল ব্যক্তি হট্টগোল সৃষ্টি করেন। হট্টগোলের এক পর্যায়ে না ভোট চাওয়ার কারণে জাতীয় পার্টির প্রার্থী হিল্টন প্রামানিককে লাঞ্জিত করার চেষ্টা করে তারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। পরক্ষণেই হিলটন উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে জানান, স্থানীয় প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রার্থীর নিরাপত্তা যেখানে নেই, সেখানে বর্তমান প্রশাসনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি আরও বলেন, ভোট নাগরিক অধিকার, পছন্দের প্রতীকের যে কেউ চাইতে পারে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)