অসচ্ছল বিবাহিত নারীদের স্বাবলম্বী করার জন্য ভাতা দিত ভারত সরকার। সেই ভাতা এতোদিন গ্রহণ করে আসছিলেন বলিউডের অন্যতম তারকা সানি লিওন- এমন খবর সামনে আসার পর বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারতের ছত্তিশগড়ের তালুর নামে এক গ্রামের এক বাসিন্দার সুবাদে এই তথ্যটি সামনে আসে। যিনি সরকারি এই ভাতা পাওয়ার জন্য সানি লিওনের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন।
ছত্তিশগড়ের বিবাহিত নারীদের জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একটি ভাতার ব্যবস্থা করেছে। সরকার প্রকল্পটির নাম দিয়েছে ‘মাহতারি বন্দনা যোজনা’। প্রকল্পের অধীনে রাজ্যের বিবাহিত নারীদের মাসে মাসে ১০০০ রুপি করে ভাতা দেওয়া হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম বীরেন্দ্র যোশী। বিষয়টি প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে উল্লেখিত অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করা হয়েছে এবং অ্যাকাউন্টটি আপাতত জব্দ করা হয়েছে। সূত্র: এনডিটিভি
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)