দিনেশ বিজয়নের ম্যাডক ফিল্মস প্রকাশ করল তাদের নতুন ছবি পরম সুন্দরীর মোশন পোস্টার। যেখানে দেখা যায় সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরকে। এরমধ্য দিয়ে ইন্ডাস্ট্রির নতুন এই জুটিকে পরিচয় করা হয়েছে। খবর : ফিল্ম ফেয়ার
এই ছবিতে সিদ্ধার্থ অভিনয় করছেন পরম চরিত্রে এবং জাহ্নবী অভিনয় করছেন মোহনীয় সুন্দরী চরিত্রে। তুষার জালোটা পরিচালিত এই চলচ্চিত্রটি ভালোবাসার গল্পে নির্মিত। যেখানে দেখা যাবে উত্তর ভারতীয় নায়ক (সিদ্ধার্থ) এবং একটি দক্ষিণ ভারতীয় নায়িকা (জাহ্নবী)-এর মধ্যে সম্পর্ক গড়ে উঠবে।
কেরালার মনোমুগ্ধকর পরিবেশে হচ্ছে এর শুটিং। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ২৫ জুলাইয়ের দিকে।
ম্যাডক ফিল্মস ২০২৪ সালে একের পর এক সফল চলচ্চিত্র তৈরি করেছে। যার মধ্যে ছিল হরর এবং হাস্যরসাত্মক ‘মুঞ্জ্যা’, ফ্র্যাঞ্চাইজি কন্টিনিউয়েশন ‘স্ত্রী-২’, থ্রিলার ‘সেক্টর ৩৬’, ‘হু-ডান্নিত’ ও ‘মার্ডার মুবারক’।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)