বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, বিএনপির কেউ যদি আওয়ামী লীগের মতো কর্মকাণ্ডে জড়ায়, তবে পালানোর সুযোগও পাবে না।
শনিবার (২৮ ডিসেম্বর) কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
জামুয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমার কাছে প্রতিনিয়ত নেতাকর্মীদের কাজের রিপোর্ট আসে। অনিয়মের প্রমাণ পেলে ঢাকা থেকে চিঠি দিয়ে বহিষ্কার করিয়ে দেব।
সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্পর্কে মনিরুল হক বলেন, লোটাস কামাল একসময় কোটি কোটি টাকার মালিক ছিলেন, যার জীবনে টাকার বাইরে কিছু ছিল না। কিন্তু সেই টাকার কোনো মূল্য নেই। এখন তো তিনি সেভাবে খেতেও পারেন না। হারামের টাকার কোনো বরকত নেই, আর উনার জীবনে হারামের বাইরে কিছু নেই।
আইজিপিকে নিয়ে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, আমার খারাপ লাগে যখন দেখি আইজিপি সাহেবকে বেঁধে নিয়ে যাওয়া হয়। তবে এটা দেখে খুশি হওয়ার কিছু নেই। বরং সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত।
জনসভায় স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)