পিরোজপুরের ইন্দুরকানীতে যুবলীগ কর্মী মিরাজ শিকদারের ছোট ভাইকে পিটিয়েছে স্থানীয় যুবদল কর্মীরা। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে রিয়াজ শিকদারকে ( ২২) বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ডেকে নিয়ে চার পাচঁ জনে মিলে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার ব্যক্তিগত রেশারেষির জেরে উপজেলার পর্ব-চরবলেশ্বর গ্রামের লোকমান হাওলাদারের ছেলে স্থানীয় যুবদল ক্যাডার নাসির হাওলাদারের নেতৃত্বে চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মিরাজ শিকদারের ছোট ভাই রিয়াজ শিকদারকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা রিয়াজকে উদ্ধার করে। পরে রাতেই স্বজনরা আহতের ঘটনা থানা পুলিশকে অবগত করে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত রিয়াজ সাংবাদিকদের জানান, নাসিরের ইন্দনে আমাকে হাই স্কুল মাঠে ডেকে নিয়ে চার পাচঁ জনে মিলে বেধরক পিটিয়ে আহত করে। এ হসমলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৫ই আগস্টে আ.লীগ সরকারের পতনের পর থেকে রাজনৈতিক মদদপুষ্ট কিছু উশৃংখল যুবকদের কারণে এই গ্রামটিতে একের পর এক নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার সাধারণ মানুষ।
ইন্দুরকানি থানার ওসি মারুফ হোসেন জানান,
আহতের পক্ষ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)