
শরীয়তপুর জেলার গোসাইরহাট সার্কেলে নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. শামসুল আরেফীন।
যোগদানের পর তাকে ফুল দিয়ে স্বাগত জানান শরীয়তপুর জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ-উজ-জামানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মো. শামসুল আরেফীন ৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১৮ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পেশাগত জীবনে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি নোয়াখালী জেলার চাটখিলের কৃতি সন্তান।
গোসাইরহাট সার্কেলে দায়িত্ব গ্রহণের পর তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)