চট্টগ্রামের চকবাজার এলাকার ডিসি রোড়ের একটি চারতলা ভবনে আগুন লেগেছে। এতে ভবনটির একটি বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার (৫ জানুয়ারি) রাত ১১টার সময় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটি নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রবিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে ডিসি রোড়ের কালাম কলোনির একটি চারতলা ভবনে আগুন খবর আসে। খবর পেয়ে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়।
চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন জানান, একটি ভবন আগুন লাগার খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনে। যার কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এতে কোনো হতাহত হয়নি।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)