সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচিত সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
রবিবার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
সাইফুলের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। তার বিরুদ্ধে চট্টগ্রামের একাধিক থানায় মামলা রয়েছে।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান জানান, সাইফুলের বিরুদ্ধে পাচঁলাইশ থানা ছাড়াও চান্দগাঁও ও হাটহাজারী থানায় হত্যা মামলা রয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়ায় কাজ চলমান রয়েছে।
এদিকে, ঢাকা বিমানবন্দর থানার ওসি তাসলিমা আকতার জানিয়েছেন, রবিবার রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সাইফুলকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। পরে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)