বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

বিচার বিভাগ পরাধীন থাকলে কল্যাণরাষ্ট্র সম্ভব নয় : ফয়জুল করীম

অনলাইন ডেস্ক / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ৮:১২ অপরাহ্ন

আগে সংস্কার তারপর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেছেন, ইসলামি আইন বাদ দিয়ে আমরা ভিন্ন কোনো আদর্শের কল্যাণ রাষ্ট্র চাই না। আর বিচার বিভাগ পরাধীন থাকলে কল্যাণরাষ্ট্র সম্ভব নয়।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই বিপ্লবের প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে দলীয় ব্যানারে জুলাই বিপ্লবে মাঠে ছিল অন্য কোনো রাজনৈতিক দল সেভাবে মাঠে ছিল না।’

তিনি আরও বলেন, ‘গত ৫৩ বছর যারা ক্ষমতায় ছিল তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের জনগণ।’

ফয়জুল করীম বলেন, নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না। নারীরা সরাসরি নির্বাচন করবে। নারীদের জন্য কোটা চাই না। আমরা কোটাবিরোধী আন্দোলন করেছিলাম, এখন আর কোটা চাই না।

তিনি বলেন, যুবসমাজ জাগ্রত হলে জাতি জাগ্রত হয়। অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার করছে। তার মধ্যে রাষ্ট্র সংস্কার আছে। অনেকে সংস্কার চায় না, নির্বাচন চায়। আগে সংস্কার হবে পরে হবে নির্বাচন। বিচার বিভাগের স্বাধীনতা চাই। বিচার বিভাগ স্বাধীন না হলে ভালো ও কল্যাণমুখি রাষ্ট্র হতে পারে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir