বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ

শরীরে বিশেষ কায়দায় গাঁজা বহনকালে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ১১:২০ অপরাহ্ন


অভিনব কৌশলে বডিফিটিংয়ের (শরীরে বিশেষ কায়দায় বেঁধে) মাধ্যমে মাদক পরিবহনকালে ১২ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মেহেদী(২৫), ইব্রাহিম খলিল(৩২), শারমিন আক্তার(৩৬) ও পাখি আক্তার (২০)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ) রাতে হাইকোর্ট মাজার রোডের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস আভিযানিক দল।

শুক্রবার (১৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ডিবি-মতিঝিল বিভাগের বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক কারবারি হাইকোর্ট মাজার রোড সংলগ্ন রাস্তা দিয়ে বিশেষ কৌশলে গাঁজা পরিবহন করবে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিমটি রাত পোনে ১১ টায় হাইকোর্ট মাজার রোডের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উল্লিখিত চারজনকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা, মাদক কেনাবেচায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও নগদ আটশত টাকা উদ্ধার করা হয়। এসব গাঁজা গ্রেফতারকৃতরা ব্যাগে ভরে পরিহিত পোশাকের নিচে শরীরের সাথে বিশেষ কৌশলে পেঁচিয়ে বেঁধে বহন করছিলো। ডিবির টিম আইনানুগ প্রক্রিয়ায় তাদের দেহ তল্লাশি করে এসব গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। তারা সীমান্তবর্তী এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে শরীরের সাথে উক্ত বিশেষ কৌশলে বেঁধে বহন করে ঢাকাসহ বিভিন্ন স্থানে অন্যন্য মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir