পিরোজপুরের নেছারাবাদে রতন বেপারী নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার সোনারগোপ এলাকার একটি আমগাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ব্যবসায়ী রতন বেপারী উপজেলার বলদিয়া ইউনিয়নের লেবু বাড়ি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত জনার্দন বেপারীর ছেলে। তিনি হোগলা পাতার খুচরা ও পাইকারি ব্যবসা করতেন।
রতন বেপারীর স্ত্রী যমুনা রানী বেপারী বলেন, গত ৯ জানুয়ারি ব্যবসায়িক লেনদেনের জন্য ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। ব্যবসার খাতিরে বিভিন্ন লোকের সঙ্গে লেনদেন করতেন তিনি। গতকাল বিকেলেও আমি এবং আমার ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছে। আমি বুঝতে পারছি না কেন তিনি আত্মহত্যা করলেন।
স্থানীয় গ্রাম পুলিশ দীপেন সরকার বলেন, সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমগাছের সঙ্গে রতন বেপারীর ঝুলন্ত লাশ। পরে পুলিশকে জানালে তারা মরদেহ নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের সবশেষ পরিস্থিতি
ইউপি সদস্য মনোজ কুমার ঢালী বলেন, রতন বেপারী গ্রামে থেকে হোগলা পাতার ব্যবসা করতেন। সেই সুবাদে বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি দিতেন এবং টাকা-পয়সা লেনদেনের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। শুনেছি গত সপ্তাহে টাকা আদায় করার জন্য ঢাকার উদ্দেশে গিয়েছিলেন। এখন শুনি এলাকায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন কালবেলাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)