কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার গোমতী-মেঘনা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র আরিফ উদ্দিন (১৮)। সে পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে। অপরজন হলেন তার বন্ধু ইতালি প্রবাসী সৈকত সরকার (১৮)
পুলিশ সূত্র জানায়, আরিফ ও সৈকত দুই বন্ধু মোটরসাইকেলে বিকেলে ঘুরতে বেরহয়। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গোমতী-মেঘনা সেতুতে উঠলে ঢাকামুখী একটি গাড়ি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)