বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় দিনাজপুরের খানসামা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) উপজেলার পাকেরহাট চৌধুরী রাইস মিল চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কর্ণেল (অব:) মোস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. আব্দুল হালিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন।

এই দোয়া মাহফিল অনুষ্ঠানে আগামী সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপজেলার দুহশুহ গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্ণেল মোস্তাফিজুর রহমান সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir