মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

কামারখন্দে ছাত্রদল সভাপতিকে পেটালেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ৭:০৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাজিবুল হাসানকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা অভিযোগ ওঠেছে একই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হায়দার আলীসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। ব্যবসায়ীক দ্বন্ধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। আহত ছাত্রদল নেতাকে আহত অবস্থায় কামারখন্দ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি

অন্যদিকে, তুচ্ছ দ্বন্ধ নিয়ে বিএনপির নেতার মারপিটে ছাত্রদল নেতা আহত হওয়ায় বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা অবিলম্বে অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে বহিস্কারের দাবী জানিয়েছেন।

মামলা সুত্রে জানা যায়, ব্যবসায়ীক ও পুর্বশত্রুাতর জের ধরে ১৬ জানুয়ারি সকালে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হায়দার আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা ও লাঠিসহ রাজিবুল হাসানের বাড়ীতে ঢুকে হায়দারসহ তার সন্ত্রাসী বাহিনী হামলা চালায় একং রাজিবুল ও তার ভাই নাহিদ পারভেজ বেধড়ক মারপিট করে। হামলার সময় হায়দার আলীর দায়ের আঘাতে রাজিবুলের হাতের আঙ্গুল ও কপাল ফেটে যায়। এছাড়াও হামলাকালে রাজিবুলের বাড়ীতে থাকা ৭০ হাজার টাকাও লুট করে নিয়ে যাওয়া হয়।

আহত ছাত্রদল নেতা রাজিবুল হাসান ইসলাম জানান, হামলা ঘটনায় হায়দার আলী, রঞ্জু, সোহেল রানা ওরফে মনির, ইয়াছিন, জুয়েল, টুটুল ও রাকিবসহ ৮জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু পুলিশ এখনো মামলা রেকর্ড করেনি এমনকি কাউকে গ্রেফতার করেনি।

ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হায়দার আলী শেখে জানান, হামলার ঘটনার সাথে জড়িত নই। থানায় মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।

এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ মোকলেসুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এছাড়াও রাজিবুলের মেডিকেল সার্টিকেটের জন্য হাসপাতালে আবেদন করা হয়েছে। সার্টিফিকেট পেলে ইনজুরি অনুযায়ী মামলা রেকর্ড করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir