চট্টগ্রামে গোয়েন্দা সংস্থার সদস্য (ডিবি) পরিচয়ে ডাকাতির সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একাধিক খেলনা পিস্তলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। শুক্রবার (২৪ জানুয়ারি) সাড়ে ১১টায় নগরীর খুলশীর আবাসিক এলাকায় একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভবনের অষ্টম তলায় যমুনা অয়েল গ্রুপের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বাসায় হামলা চালায় ডাকাতদল। ভবনে প্রবেশের চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়ে যায়।
পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ১২ ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয়পত্র। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)