অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম (বীরউত্তম) বলেছেন, টিআর-কাবিখাসহ সরকারি বরাদ্দ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কারণ অতীতে দেখেছি, সরকারি বরাদ্দ জনগণকে না দিতে। জনসাধারণের এই টাকা ভাগবাটোয়ারা করতো তৎকালীন জনপ্রতিনিধিরা।
আজ শনিবার দুপুরে বরিশাল নগরীর সার্কিট হাউজে বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বরিশাল বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক ও খাদ্য বিভাগের কর্মকর্তারা এই মতবিনিময় সভায় অংশ নেন।
উপদেষ্টা ফারুক-ই আজম আরও বলেন, টিআর-কাবিখা ছাড়াও বন্যা বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে গরিবরা ত্রাণ পায়নি। এসব ত্রাণ আত্মসাৎ করে জনপ্রতিনিধিরা ধনী হয়েছেন। তাই সব জেলা প্রশাসককে সরকারি সম্পদ ও টিআর কাবিখার যথাযথ ব্যবহারের নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় বরিশাল বিভাগীয় কমিশনার কাওসার রায়হান ও জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ অন্যান্য জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)