
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বিরাকৈর গ্রামে ফারহানা ইয়াসমিন সোমার বৈধভাবে ক্রয় করা জমিতে জবরদখল ও ভয়ভীতি প্রদানের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ জানুয়ারি) শেরপুর থানায় আনজুয়ারা বিবি (৫২) ও তার ছেলে নাজমুল ইসলাম (৩০) নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফারহানা ইয়াসমিন সোমা (৩৫)।
অভিযোগ ও ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ফারহানা ইয়াসমিন সোমা বিরাকৈর মৌজার খতিয়ান নং ৩০৫, দাগ নং ১৭৫-এর মোট ২৪ শতাংশ ভিটা। জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। একই গ্রামের প্রতিবেশী আনজুয়ারা বিবি ও তার ছেলে নাজমুল ইসলাম জোরপূর্বক উক্ত জমিতে ঘর নির্মাণ করে অবস্থান করছে। এমনকি জমি মাপযোগ করতে গেলে অভিযুক্তরা বাধা প্রদানসহ প্রাণ নাশের হুমকি প্রদান করে। একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা কোন তোয়াক্কা না করে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এতে তিনি চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ।
ভুক্তভোগী ফারহানা ইয়াসমিন সোমা বলেন, তিনি জমিতে অনুপস্থিত থাকার সুযোগে অভিযুক্তরা তাদের নিজস্ব সরকারি ঘর থাকা সত্ত্বেও আমার মালিকানাধীন জমিতে টিনের ঘর নির্মাণ করে। বিষয়টি জানতে পেরে গত ২০ জানুয়ারি দুপুর ২টার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘরটি সরিয়ে নেওয়ার অনুরোধ করলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, সরকারি যায়গায় ঘর ছিল। যখন সরকার ঘর বরাদ্ধ দেন তখন পূর্বের টিনের ঘরটি স্থানান্তর করে সোমার জায়গায় আশ্রয়ের জন্য তুলেছিল। এখন দাবি করছে তাদের নিজের জায়গা। আনজুয়ারা বিবিকে কোন কিছু বলার সাহস নেই। জানতে পারলে আমাদেরকে আক্রমন করবে বলে জানান।
এ ঘটনায় অভিযুক্ত আনজুয়ারা বিবি বলেন বলেন, আমার নিজস্ব জায়গায় আমি ঘর তুলেছি। আমার জায়গা বুঝে দিয়ে তার জায়গা সে নিয়ে নেবে। তবে আমাকে মাঠের দিকে (বিরাখৈর স্কুল মাঠ) দিলে মাঠের মধ্যে আমি যাবো কেন। আগে মাঠের জায়গার সিমানা কথা প্রশ্ন করলে তিনি জানেন না। তবে তিনি বলেন মাঠের জায়গা ছেড়ে তার বাড়ি নির্মান করা আছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি ইব্রাহিম আলী বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)