
বগুড়ার শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর পথের পথিক ফাউন্ডেশনের” উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ও গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি পালন করা হয়।
আলোর পথের পথিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কোষাধক্ষ ও খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রাধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম তোতার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আলোর পথের পথিক ফাউন্ডেশনের পরিচালক কাওছার শেখ, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রক্ত বিষয়ক সম্পাদ আলমগীর হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রেদোয়ান হোসেন খোয়াজ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ হাসিবুল ইসলাম, আব্দুল কাদের, কেন্দ্রীয় সদস্য রাফিক ইসলামসহ আব্দুল রহিম, রুহুল আমিন, নুর মোহাম্মদ আবির, সাজু ইসলাম, সজিব ইসলাম, রাসেল আহমেদ প্রমুখ ।
সভাপতির বক্তব্যে এসএম জাহাঙ্গীর আলম তোতা বলেন, সকল কর্মফল নিয়তের ওপর নির্ভরশীল। কোনো ধরনের লৌকিকতা পরিহার করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মানবিক কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি সংগঠনের কার্যক্রম ও যুবসমাজের এমন উদ্যোগে প্রশংসা করেন।
আলোর পথের পথিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শরীফ হাসান নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংগঠনিক কাঠামো বিষয়ে আলোচনা করেন কামরুল ইসলাম সৈকত। অনুষ্ঠানের শেষে সংগঠনের সঙ্গে যুক্ত সকল সময়, শ্রম ও অর্থদাতাদের জন্য দোয়া কামনা করে শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)