কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বিটের খুটাখালী সংরক্ষিত বনে বন্যহাতির আক্রমণে আবু ছিদ্দিক (৬৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় মো. ইলিয়াস (৪৫) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়।
রবিবার বিকাল ৪টার দিকে খুটাখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড পূর্ব পাড়ার নরফাঁড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আবু ছিদ্দিক (৬৫) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জুম নগর এলাকার আব্দুল গণির ছেলে। আহত ইলিয়াস (৪৫) ওই এলাকার আবুল হোছেনের ছেলে।
হাতির আক্রমণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, প্রতিদিনের ন্যায় শ্রমিকেরা বাগান পরিষ্কার করতে যায়। সাথে বিটের কয়েকজন ফরেস্ট গার্ড ও ছিল। কাজ শেষে বিকাল সাড়ে ৪টার দিকে শ্রমিকেরা বাড়ী ফেরার পথে নরফাঁড়ি নামক এলাকায় পৌঁছলে হঠাৎ বনের ভিতরে ওৎপেতে থাকা একটি বন্যহাতি প্রথমে ইলিয়াসকে শুঁড় দিয়ে আছড়ে মেরে আহত করে। পরে পেছনে থাকা আবু ছিদ্দিককে পায়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করে। চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)