বান্দরবানের রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্যকে আটক করা হয়েছে। তারা হলেন- ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬)।
সোমবার (২৭ জানুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় সেনাবাহিনীর একটি অপারেশন দল কেএনএফের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। অপারেশন দলটি কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় অপারেশন দলটি ভান মুন লম বম এবং ফিলিপ খিয়াং নামের দুজন কেএনএফ সন্ত্রাসীকে আটক করা হয়।
জানা যায়, আটক কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
আইএসপিআর আরও জানায়, বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে এ অভিযান পরিচালনা করছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)