টেকনাফের শাহপরীর দ্বীপ হতে ১ টি বিদেশি পিস্তল, ১ টি পিস্তলের ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গোলাসহ ১ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (২৯ জানুয়ারি ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পূর্ব পাড়া এলাকায় একজন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতরাতে সেখানে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন তল্লাশি চালিয়ে ১টি ৯ এমএম বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গোলাসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোজা আলম(২৭) কে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)