বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

আওয়ামীলীগ বাড়াবাড়ি করলে জনগন সুচিত জবাব দিবে -বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

নিজস্ব প্রতিবেদক: / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ১০:১২ অপরাহ্ন




বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামীলীগ নেতারা দেশের টাকা বিদেশে পাচার ও লুটপাট এবং মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। তারা এখনো ওই সব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেননি। অথচ তারাই আবার বিদেশে বসে থেকে দেশে হরতাল ডেকেছে। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি আওয়ামীলীগ হুশিয়ারী করে বলেন, বেশি বাড়াবাড়ি করলে তার ফল ভালো হবে না। বাংলার মানুষ আওয়ামীলীগের বাড়াবাড়ির তাঁর সমুচিত জবাব দেবে। বুধবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত আরাফাত রহমান কোকোর ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বরণ সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের প্রতি ইঙ্গিত করে আলাল আরো বলেন, একটি দল আছে তাদের মুল শিকর পাকিস্তানে। সুযোগ পেলেই তারা ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান দখল করে। আর বিএনপির সমালোচনা করে। তাদের বলি আগে নিজেদের চেহারার দিকে তাকান।

আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ শাহজাদপুর শাখার উদ্যোগে আয়োজিত সভায় জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম, এ মুহিতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম রাহি, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, খুলনা মহানগর শাখার সভাপতি জহির উদ্দিন বাপ্পী, বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদ সিরাজ জয়, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ ও সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir