
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি রাস্তার গাছ চুরি করে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। উপজেলার বিনায়েকপুর গ্রামে মঙ্গলবার বিক্রি করা গাছ কেটে নেওয়ার সময় বাঙ্গালা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান হাতেনাতে ধরে জব্দ করে। এ বিষয়ে কোন আইনি ব্যবস্থা নেননি ইউনিয়ন ভুমি কর্মকর্তা।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ফজলুল হক জানান, বিনায়েকপুর গ্রামের আব্দুল মান্নান ও তার ছেলে আসলাম উদ্দিন সরকারি রাস্তার গাছ বিক্রি করে একই গ্রামের আব্দুল কাদেরের নিকট। মঙ্গলবার চুরি করা গাছগুলো কেটে নেওয়ার সময় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আনুমানিক পাঁচ হাজার টাকা মুল্যের গাছ জব্দ করে আটক করে। পরে স্থানীয় ইউপি সদস্যের নিকট গাছগুলো জিম্মা রেখে গেলে রাতেই চুরি হওয়ার ঘটনা ঘটে।
ফজলুল হক আরও জানান, রাস্তার গাছ বিক্রেতারাই চুরি করে নিয়ে যায় গাছগুলো। পরে সেখান থেকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু সরকারি গাছ বিক্রেতাদের বিরুদ্ধে নেওয়া হয়নি আইনি কোন ব্যবস্থা।
চুরি করে সরকারি রাস্তার গাছ কাটা অভিযুক্ত আসলামের মুঠোফোনে বার বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
বাঙ্গালা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান এ ব্যাপারে জানান, জব্দকৃত গাছ উদ্ধার করে বুধবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ নিয়ে আসা হয়েছে। এব্যাপারে কোন মামলা হয়নি।
উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভুমি) শারমিন সুলতানা সুমি জানান, কর্তন হওয়া গাছগুলো ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার জিম্মায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)