
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি শ্রমিকবান্ধব, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে শ্রমিকদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি, বন্দরভিত্তিক উন্নয়ন এবং শ্রমিক কল্যাণ তহবিল জোরদার করা হবে বলে জানান তিনি।
ময়মনসিংহ-১ আসনের বিএনপির এই প্রার্থী বলেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি হালুয়াঘাটে দুইটি স্থল বন্দরে বার মাস আমদানি-রফতানি ব্যবসা, শ্রমিকদের লোড-আনলোড মজুরি বৃদ্ধি, ঝুঁকি তহবিল, উৎসব ভাতা, শ্রমিক কল্যাণ ভবন প্রতিষ্ঠা করা হবে।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া স্থল বন্দরে আয়োজিত নির্বাচনী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
শ্রমিক সমাবেশে প্রিন্স বলেন, নবীন কিছু রাজনীতিবিদ শিষ্টাচার বহির্ভূতভাবে উসকানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টি করতে চাচ্ছে। যিনি তারেক রহমানকে বাস থেকে নেমে অলি-গলি চিনতে বলছেন, তারা অলি-গলি, গ্রাম-শহর চেনেন কী না-তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তারেক রহমান নির্বাসিত জীবনের প্রতি মুহূর্তে তিনি দেশের জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, এখনও আছেন।
শ্রমিক কল্যাণ সমিতির সহ-সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, চেয়ারম্যান শফিকুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুল আলম সামস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক সহিদুর রহমান বক্তব্য রাখেন।
সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থল বন্দরের শ্রমিক নেতা এবং বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)