প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৫:২২ পি.এম
কাজিপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাজিপুরে উপজেলা পর্যায়ে ৫৩ তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ খেলার মাাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেনস্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ নুরে আলম। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মেঘাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মোতাহার হোসেন , অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ক্ষুদিরাম কুমার শাহা, নুরুল ইসলাম, , এনামুল হক, জাহাঙ্গীর আলম, মাদ্রসা সুপার নজরুল ইসলাম, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মাহবুব তালুকদার শরিফ, সহকারী শিক্ষক রেজাউল করিম, শফিকুল ইসলাম, রহুল আমিন, রফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতা টি পরিচালনা শরীরচর্চা শিক্ষক শাহীন হোসেন, আব্দুল খালেক, কামরুল হাসান , আনোয়ার হোসেন,রেফারি আব্দুল মান্নান ।
প্রতিযোগিতায় ভলিবল বালক বিজয়ী আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়, রানারআপ মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, ভলিবল বালিকা দল বিজয়ী মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়, রানারআপ ঘোড়াগাছা উচ্চ বিদ্যালয়, ক্রিকেট বালিকা দল বিজয়ী আর ডি উচ্চ বিদ্যালয়, রানারআপ বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়,ক্রিকেট বালক দল বিজয়ী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, রানারআপ খাসশুড়িবেড় উচ্চ বিদ্যালয।পরে অতিথি বৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয় অর্জনকারিদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)