বিপিএলের ১১তম আসরের ফাইনাল আজ। ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস। আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে আলোচনায় চিটাগাংয়ের ব্যাটিং লাইনআপ। কারণ ৬ জন ব্যাটার ও ৫ জন বোলার নিয়ে খেলতে হচ্ছে। তাই অলরাউন্ডারের অভাব বোধ করছে দল।
দ্বিতীয় কোয়ালিফায়ারেও খুলনা টাইগার্সের বিপক্ষে হারতে হারতে ম্যাচ জিতেছে চিটাগং। তবে ফাইনালের আগে দলটির প্রধান কোচ শন টেইট জানিয়েছেন শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং তাদের আত্মবিশ্বাস দিয়েছে বেশি। বিশেষ করে দলটির উপরের সারির ব্যাটারদের।
এবারের বিপিএলে দারুণ সময় কাটছে শামীমের। এরই মধ্যে ১৪ ইনিংসে প্রায় ত্রিশ গড়ে ৩৫০ রান করেছেন তিনি খুলনার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৫ রান করে আউট হলেও আগের ম্যাচেই ৪৭ বলে ৭৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর আগের ম্যাচে বরিশালের বিপক্ষে ১২ বলে ৩০ রান।
শামীমকে নিয়ে টেইট বলেছেন, 'আপনি যদি শামীম পাটোয়ারির কথাই ধরুন সে ছয় নম্বর পজিশনে খেলেছে। সে সামনের দিকের ব্যাটারদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আপনি দেখেছেন তার মতো ব্যাটার কতটা ধ্বংসাত্মক হতে পারে। তাকে বল করা খুবই কঠিন। সে আমাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আমার মনে হয় আমাদের ভালো বোলিং আক্রমণও রয়েছে। সব সময় আপনি সবকিছু পাবেন না।'
নিজেদের ব্যাটিংয়ের গভীরতা নিয়ে টেইট বলেছেন, 'অনেকেই বলবে আমাদের ব্যাটিংয়ের গভীরতা নেই। দিন শেষে আমরা ফাইনালে খেলছি। অনেক সময় আপনাকে রিস্ক নিতে হবে এবং দল হিসেবে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।'
'নিজেদের প্লেয়ারদের পাশে দাঁড়াতে হবে। অনেক সময় এগুলো আপনার পক্ষে যাবে অনেক সময় এগুলো বিপক্ষে যাবে। আমি এগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছি। টুর্নামেন্টের বেশিরভাগ অংশে আমাদের ব্যাটাররা দারুণ কাজ করেছে।'-যোগ করেন তিনি।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)