
বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু’দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। এর অংশ হিসেবে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার(৩০ জানুয়ারি) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত ১৮ ও ২৩ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ নৌবাহিনী দুটি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করে। অন্যদিকে, ২০২৫ সালের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড।
পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL)-এ বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে দুটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সময়ে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেসহ পাঁচটি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে।
এরপর শুক্রবার সকাল ১১টায় উদ্ধারকৃত বাংলাদেশি জেলেদের বোটসহ কোস্ট গার্ড বেইস মোংলায় তাদের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)