পিরোজপুরের নাজিরপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে লক্ষ্মী রানী ভক্ত (৭৪) নামের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লক্ষ্মী রানী ভক্ত উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা নুর ইসলাম শেখ বলেন, তিনি নিহতের বাড়ির কিছু খেজুর গাছ কাটেন। খেজুরের রস দিতে শুক্রবার ভোরে ওই বাড়িতে যান। ঘরের দরজা খোলা এবং সামনে কাউকে না পেয়ে পার্শ্ববর্তী বাড়ির ভাইয়ের মেয়ে কৃষ্ণা মন্ডলকে ডাকেন। কৃষ্ণা মন্ডল ঘরে ঢুকে তাকে মৃত্যু অবস্থায় দেখতে পান।
প্রতক্ষদর্শী কৃষ্ণা মন্ডল বলেন, শুক্রবার সকাল ৭ টার দিকে তিনি ওই বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে তিনি তার মাসিকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে নিহতের ছেলেকে খবর দেয়।
নিহতের ছেলে পিরোজপুর জেলা জজ আদালতের আইনজীবী তাপস কুমার ভক্ত বলেন, শুক্রবার সকালে তার বোন কৃষ্ণা তাকে ফোন দিয়ে তার মাকে হত্যার খবর দেন। খবর পেয়ে তিনি বাড়িতে এসে বসত ঘরের খাটের উপর তার মায়ের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান।
নিহতের ছেলে অভিযোগ করে বলেন, তাদের পার্শ্ববর্তী ঘরের আফজাল শেখ, মাসুম মিনা, সন্তোষ হালদার সাধু ও মশিউর রহমান মিঠুর সাথে দীর্ঘ দিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে অভিযুক্তরা তার মাকে হত্যা করেছেন।
এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, ঘরের পিছন থেকে সিঁদ কেটে ঢুকে লক্ষ্মী রানী ভক্ত নামে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল তদন্ত করছে। মরদেহের সুরতহাল করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)