সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপি মনোনীত সিরাজগঞ্জ-৫ আসনেন প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় উপজেলার ধুকুড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ধুকুরিয়া বেড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
জনসভায় ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম ভোটারদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ধানের শীষে ভোট দিবেন। আগের দিন থেকেই ভোট কেন্দ্র পাহারা দিবেন, ভোট দিয়ে উপজেলায় গিয়ে বিজয়ের ফলাফল নিয়ে ঘরে ফিরবেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষি খাতে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হবে। মা- বোনদের ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ডধারী চারটি সুবিধা পাবেন, প্রতি মাসে বিনামূল্যে চাল পাবেন। অর্ধেক মূল্যে খাদ্য সামগ্রিক পাবে, সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসা পাবেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের বিনা বেতনে শিক্ষা গ্রহণ করাতে পারবেন।
বিএনপি নেতা আলহাজ্ব সৈয়দ আহমেদের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি কল্যানকর, সুখী সমুদ্ধ উন্নয়নমুলক এবং সন্ত্রাস চাদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেইা
জনসভায় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)