শনিবার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরীর রামমালায় অবস্থিত আনসার ও ভিডিপি কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন উপজেলার ২২ জন তৃণমূল পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সম্প্রতি সংঘটিত প্রলয়ঙ্করী বন্যায় কুমিল্লা রেঞ্জের অন্তর্গত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। আনসার ও ভিডিপির পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে মহাপরিচালকের নির্দেশনায় উক্ত চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৭ জন গৃহহীন সদস্যের মাঝে ঘর মেরামত ও সংস্কারের জন্য গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া, ইতিপূর্বে বন্যায় বীজতলা ক্ষতিগ্রস্ত ৫০০ জন অসহায় জনগণ ও আনসার-ভিডিপি সদস্যের মাঝে আমন ধানের চারা বিতরণ করা হয়।
গৃহনির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা রেঞ্জের রেঞ্জ পরিচালক মাহবুবুর রহমান উল্লেখ করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত শৃঙ্খলা বাহিনী। এ বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্যরা বন্যা-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় বিভিন্ন ক্ষেত্রে সাধারণ জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন। জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সদস্যদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি আরও উল্লেখ করেন, কুমিল্লা জেলার ন্যায় অন্যান্য জেলাতেও পর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হবে।
গৃহনির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কুমিল্লা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামানসহ জেলার অন্যান্য কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)