ওয়ানডে অভিষেকেই ১৫০ রান করে করে সবার নজর কেড়েছিলেন ম্যাথু ব্রিটজকে। পরের ম্যাচেও দেখা গেল সেই ধারাবাহিকতা। গতকাল পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি না করতে পারলেও দুর্দান্ত ব্যাটিং করেছেন। নিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে মোট ২০০ এর বেশি রান করেছেন তিনি, এর আগে যা করতে পারেনি আর কেউই।
করাচিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ব্রিটজকে ৮৪ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮৩ রান করেন।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে ১৫০ রান করে রেকর্ড গড়েছিলেন তিনি। প্রথম দুই ওয়ানডেতে তার মোট রান ২৩৩, যা আগের রেকর্ডধারী ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইনসের (১৯৫) চেয়ে বেশি।
প্রথম দুই ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার পাশাপাশি ব্রিটজকে ভেঙেছেন হেইনসের আরেকটি রেকর্ডও। ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড এতদিন ছিল হেইনসের ১৪৮, যা ব্রিটজকে নিজের ১৫০ রানের ইনিংস দিয়ে ছাড়িয়ে গেছেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)