পরিবর্তন করা হলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম। নতুন নাম হিসেবে “জাতীয় স্টেডিয়াম, ঢাকা” -কে বেছে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেখানে স্বাক্ষর করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম।
দেশের ক্রীড়াজগতের বহু স্মৃতি জরিত এই স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৫৪ সালে। সে সময় স্টেডিয়ামটি পরিচিত ছিলো ঢাকা স্টেডিয়াম নামে। ১৯৯৮ সালে ঢাকা স্টেডিয়াম নাম বদলিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এবার অন্তবর্তীকালীন সরকার আগের নাম পরিবর্তন করে জাতীয় স্টেডিয়াম,ঢাকা হিসেবে নামকরণ করেছে।
একটা সময়ে ফুটবল এবং ক্রিকেট দুটি খেলাই ভাগাভাগি করে হতো এই স্টেডিয়ামে। দেশের ক্রিকেটের অন্যতম গৌরবময় টেস্ট স্ট্যাটাস পাওয়ার অধ্যায়টাও লেখা হয়েছে এই স্টেডিয়ামেই। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটাও হয়েছিলো এই স্টেডিয়ামে। তবে এরপর অবশ্য ক্রিকেটকে সড়িয়ে নিয়ে ফুটবল এবং অ্যাথলেটিকসের জন্য ব্যবহার করা হতো এই স্টেডিয়াম। দেশের ফুটবলেও বহু সাফল্য দেখা দিয়েছে এই মাঠেই। সেই সাথে এই মাঠে খেলেছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিও।
এদিকে উপজেলা পর্যায়ে গত ১২ ফেব্রুয়ারি বদল করা হয় মোট ১৫০ টি স্টেডিয়ামের নাম। যেগুলোর পূর্ব নাম ছিলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম। তবে সেগুলো পাল্টে এখন নিজ নিজ উপজেলার নামেই নামকরণ করা হয়েছে স্টেডিয়ামগুলোকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জাতীয় পর্যায়ে এই প্রথম কোনো স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)